দ্বন্দ্ব উভয়ে, সৎ ও অসৎ ,
ছলের প্রিয় ,অসৎ- পথ ।
সততায় সৎ ,জীবনে হাভাত !
তাকে অসৎ দেয় সর্বদা মাত ।


কি করে হবে পৃথিবী জাগ্রত ?
খলেরাই ভরায় ক্ষত যত ।
কি বিশ্রী নিয়ম, সমাজে চল !
অসৎ সচল , উপরে প্রবল !


সতের ভরা, হা-হুতাশ -
অসৎ খায়, আসল শাস !
তেষ্টায় সতের মেলে না জল ,
অঢেল প্রাচুর্যে, আয়াশে খল !
দাওয়ায় বসা, গালে হাত-
সৎ সারাক্ষণ ভাবে অগাধ !
সতের নেই, কানা কড়ি-
আঁধারে ঢাকা, ঘর বাড়ি ।
প্রদীপের তেল নিঃস্ব সেথায় ,
বাঁচা-মরা কপাল ভরসায় !


অসতের ভরা কাড়ি-কাড়ি !
গাড়ি-ঘোড়া, গয়না-শাড়ি ।
স্বার্থ ভাবনায় নেই কমি ।
খল ছাড়েনা সূঁচাগ্য জমি !
যদিও এ ধারা নষ্টের গোড়া ,
কোনদিন তবু হারে না ,তারা !
বিনা পরিশ্রমে কামায় ধন ,
অসৎ কর্মে সাধ্য মতন !

(ইং-০৬-১১-২০১৭)
আয়েশ > মজায় হিন্দী শব্দ ।