ছলের ধর্ম- ছলনা সারা
আকার-প্রকার সহস্র ধারা ,
জাগ্রত একাগ্রতা, বুদ্ধির তীক্ষ্ণতা -
প্রচুর সমাহিত- আচরণে তথা ৷


অপর যারা, মাত্র সৎ সহজ ,
জীবনে খোঁজে না সুসুযোগ !
প্রতি পদক্ষেপ, চলন যেন ঢিলা-
কেন ভাবা ? পরাভব আর অছিলা !


সতের প্রচেষ্টায় , সুদৃঢ় ঘর -
ভালরাই গড়ে, বিশ্ব-সংসার !
কার সাধ্য শত্রু খোঁড়ে জড় ?
নিপাত যাক, তুচ্ছের কারবার ৷


খল অহরহ, বিছায় জাল -
দেশ-সমাজ, করিছে বেহাল !
সৎ-রে ভাবি সশক্ত সবল -
আসলে তারা যে বেজায় সরল !


সুখের লাগি মোরা জাগি -
তবু যে হই দুঃখের ভাগী ,
কোন উপায় ধরায় কি নাই ?
মনে হয়, অপগুণ মোরা হাতাই !


দেশে পরতে-পরত, ধর্মোপদেশ !
প্রচুর সুবেশ, মহতের সমাবেশ ৷
একটি বার করো- না লক্ষ্য ,
লক্ষ, কোটি, ভালর যে সাক্ষ্য  !


(ইং-০৫-০৮-২০১৭)