কে বলে ? সততার জয় !
তালায় মেটে কী ! চোরের ভয় ?
এ শুধু সান্ত্বনা, মনের শান্তি -
অকাট্য চাক্ষুষ দর্শনে, সব ভ্রান্তি !
সৎ সূত্র মানারা, জ্ঞানে অজ্ঞানে ,
হাতে-নাতে অনেকে মর্মে মানে ৷
সততায় আশা আনুরূপ্য হয় না ,
অপূরণ থাকে আকাঙ্ক্ষা নানা ৷
অসতেরা চলে টগবগিয়ে -
ঘুষের গাড়ী সহজে পেয়ে !
সে,দু’পায়ে ন্যায় নীতি দাবিয়ে ,
ঘি দুধ-ভাত খায়, হাত ডুবিয়ে ৷
ঐ যে আদর্শ শিক্ষক হেথায় ,
পথে চলে ছেঁড়া ছাতা মাথায় !
জীবনে জপিয়া সততা-সততা ,
আজ ঘণঘোর আর্থিক অস্থিরতা !
তবু সান্ত্বনার স্থান, জ্ঞানের আশ্রয় -
লোকে আদরে ডাকে গুরু মহাশয় ৷
অসৎ সারে গাল ভরা ভাষণ-
লুটেরা পায় রাজ সিংহাসন !
যেন বৈভবে ক্ষীর সাগরে অবগাহন ,
সতেরা একই ধারা, গরিবী সনাতন !!
(ইং ০৯-০৬-২০১৭)