সমরূপতায় সব যেন গাথা  
মহাপুরুষসম আচারণ কথা
দিখাবটি উদার নীতি-প্রথা ,
বিচারে ছল, ধারণ অতল
আড়ম্বর কত না পর সেবা
সঙ্কীর্ণতা কথায় কৃতার্থতা ।

প্রায় শতকরা এ বিশ্ব মাঝে
পৈতৃক মঙ্গল নিয়ে বাঁচে
কারা চায় শুধু জলঘোলা ?
না জীবদ্দশায় স্বার্থ ত্যাগ ,
সর্বদা চাই লাভের ভাগ
আমি তো না তার এক !
মুনাফায় খুঁজি সুবর্ণ ফাঁক ।

যদি এ হয় কার্যত তামাশা
এ, ভয়ংকর মিথ্যা খেলা
হয় না পুরণ কোন আশা ,
জ্ঞানামৃত পানেও বিশেষ
হয় না কাজে জগৎ ভলা ।

সবই মানা, দৈব দুর্ভোগ
অষ্টপ্রহর যেন গ্রহণযোগ ,
দ্বন্দ্ব, সমর, ভরা যে তাই -
বৃথাই মানবতার- দোহাই ,
মিছা সততার রূপ গোঁসাই !

(১৬-১২-২০২১)