অরুচি দুর্বোধ্য ,ভাঙিয়া ভাষা ,
কৈশর প্রাণে যোগাও আশা !
ভরসার তরী, উজান গাঙে -
বাহিয়া চলো নবছন্দ ঢঙে !
ধ্যেয় অপার ! সেবিতে ভাষার ,
মাতিয়া-ছন্দে, করিতে সাকার ।


“দূরের পাল্লা”, “ইলশে গুঁড়ি”,
অপরূপে শোভে, নেই জুড়ি !
“কোন্ দেশে”, “পাল্কীর গান” -
জুড়ায় মিষ্টি ছন্দে, সে পরাণ !
“মানুষ জাতি”, অপূর্ব “ঝর্ণা”!
“ছিন্নমুকুল”, ভাসাও করুণা ,
দানিয়াছ প্রিয়, বাংলা ভাষারে ,
শ্রেষ্ঠ আসন, সারা সংসারে !


তাই, শ্রদ্ধা উজাড়ে- জানাই -
হে সত্যেন্দ্র, তব জুড়ি নাই !
কি জপিব আর ! তোমা প্রতি -
আমি যে অধম ! মূঢ়মতি ।
যুগ-যুগ জিও, করি প্রণিপাত ,
সবার প্রিয়, হে, সত্যেন্দ্রনাথ ।


(ইং-১১-০২-২০১৮)
আজ,(ইং-১১-০২-২০১৮) ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তকে তাঁর শুভজন্মদিবসে ,সশ্রদ্ধ শ্রদ্ধার্ঘ্য নিবেদন ।
(তাঁর জন্ম দিবস -ইং-১১-০২-১৮৮২ ) ।