কর্ম, সে মানে না প্রায়ই ধর্ম !
তাই, কাজে লাগে যুদ্ধতে, বর্ম !
উপর নীচ, চারিভিতে, অগাধ -
আসে ভাবাতীত, মৃত্যু আঘাত !


কর্মে, ধর্ম-অধর্ম, ভাবনা সারে ,
চেতন-অবচেতন,মনের ’পরে !
এখানে, কর্মের কি বা দোষ ?
ঘটনা ! মনের ঘনীভূত, রোষ !


মগ্ন সমরে , যুদ্ধ রত মানুষ ,
হতে পারে তারা, স্ত্রী-পুরুষ ;
আতুর ! অপরাপর, প্রাণকাড়া ,
এমনি কর্মতে বিজ্ঞের সাড়া !
-কর, কর্ম! না ভাবিয়া ফল -
শীঘ্র, খেয়ে লাগো, আদাজল !


মনে হয় আজ, দেখা দরকার ,
ভালমন্দ কর্ম উভয়- প্রকার ।
করোর নির্দেশে, নির্বাচন করা -
হয়তো শুভ নয়, ভালমন্দ সারা ।


নিজের অনুভবে পাইয়া পার ,
দাও রূপ, কর্মের আকার ;
পাবে সঠিক ঘ্রাণ,- খুশবু ,
সেই মত কর্ম সারো- হুবহু ।


(ইং-২৬-১১-২০১৭)
হিন্দী শব্দ, খুশবু > সুঘ্রাণ ।