সে মাটি-যে সুন্দর ,        উপজায়ু অপার ;
             হে ধরিত্রী তুমি যে মা ৷
কত নিঠুর ক্লেদ !          অজস্র ভেদাভেদ ;
               নিদারুণ কষ্ট জমা !


সুবনানী শ্যামলা ,         তরু ছায়া শীতলা ;
            চিরস্থায়ী শান্তি-ভূমি ৷
আজিকে শুষ্ক বক্ষ ,        হেরি, নীরস রুক্ষ !
           কেন, জ্ঞান-বন্ধ্যা তুমি ?


কত শত আঘাতে ,       ভরিয়ে দেহ ভিতে ;
            ক্ষতে কত হে জননী !
বিরাজিছ বধির ,            সততঃ, ধীর-স্থির
            ভীতিতে দিবা- রজনী !


কি কারণে তুমি মা ?      ধরো অসীম ক্ষমা !
             কেন দানিছ বারতা ৷
শেষাগত সময় ,             দাও শীঘ্র অভয় !
             দূরিতে সে অস্থিরতা !


মাতা,তুমি যে সাক্ষী ,    চাতক ডাকা-ডাকি !
              দানো শক্তি, অন্তঃমনে ৷
উদয়ে উদ্ভাসিত ,           ঊষার সুপ্রভাতঃ ;
               হত আশা জনে-জনে ৷


দু’হস্ত যুক্ত করে ,      পেতে সে করুণারে ;
               জপি সদা পদতলে ৷
হে,মহান দেশমা !         করুণা সিন্ধু সমা ;
             আদরে বক্ষে- নে তুলে ৷


হুঙ্কারো- প্রাণপণ !          চমকাও গগন,
               ত্যেজদীপ্ত চেতনার !
ঘটাও আলোড়ন ,      সন্দেশ, জনে-জন ;
               তৃপ্তিতে মনঃ সবার ৷


(ইং-১২-০৮-২০১৭)