ইলিশ মাছে যে বড্ডো কাঁটা -
কিছুতেই যাবে না, ছাড়া এটা !
গোলাপের সাথে ও ঘটে তাই ,
কাঁটার আঁচড় যদিও খাই ৷


যাতনা না পেলে, একদা হালে ,
জ্ঞান কি কখনো, ভাগ্যে মেলে ?
ফেল করিলে, পড়া হয় কড়া-
এটাই উৎস, আগে বাড়া  !


ব্যথার বড়ি, যদিও অপগুণ -
খাই ঠাণ্ডার তরে, ব্যথিত খুন ৷
মড়া পুড়িয়ে, শ্মশান ফেরতা -
জীবনে বাঁচার, দেয় যে বার্তা ৷


কোট-কাছারি, ঝামেলা মেলা -
কখনো পোহাই, জীবন জ্বালা ৷
যেতে চাইলে, বিপক্ষ এড়িয়ে ,
অধিক জ্বালা, আসে যে তেড়ে !


মাথায় পুরে চিন্তার আগুন -
শুয়েই যাচা, পৌষ ফাগুন !
বিছানায় পুষে ,ছারপোকা-
ঘুমটি চাই, মধুর পাকা !


যেটা অসম্ভব, হওয়ার নয় !
আমরা বিভোর তার আশায় ৷
তাহা, পাই আর না পাই ?
তবু তারেই, স্বপ্নে হাতাই !


(১৪-০৭-২০১৭)