একদা ছুটিতাম প্রান্তরে যেন -
দুরন্ত হরিণ ,
আজ মাঠের খোলা হাওয়ায় -
গা করে শিন্ শিন্ ।
যে ময়দানে সমানে খেলিতাম -
মেতে দুটোঘন্টা ,
আজ শুধু হেঁটে, মাঠে যেতেই-
কষ্টে ভরে মনটা !
যে গাছে চড়িতাম নিত্য যেন-
চঞ্চল কাঠবিড়াল ,
আজ গাছের উঁচুটা, দেখিতেই -
ঘাড়ে পাইনা বল !
একদা সাঁতরে করিতাম নদী -
এপার ওপার ,
আজ বসিলে, ঐ নদী তীরে-
দেহে আসে জ্বর !
দরকারে, আর্তের হাতে ধরিয়েছি -
তক যে লাঠি ,
কালের প্রভাবে সে লাঠি আজিকে-
মোরও সাথী, এটি !!
(ইং-০৬-০৪-২০১৭)