.
বইমেলাতে হবে সবার
প্রাণে প্রাণে কথা,
উৎসবমুখর দিনগুলোতে
ভাঙবে নিরবতা।
.
গল্প হবে আড্ডা হবে
পড়া হবে বেশি,
বইয়ের উপর বুঁদ হয়ে কেউ
থাকবে দিবানিশি।
.
বাঙলা ভাষার জন্যে বা কেউ
কাঁদবে মনে প্রাণে,
সেই কান্নার সুর বদল হবে
নতুন বইয়ের ঘ্রাণে।
.
প্রাণের মেলা বইমেলাতে
সবার ঠোঁটে হাসি,
বাঙলা— ভাষা, মাতৃভূমি
বাঙলা ভালোবাসি।