এই বাংলার সবুজ বাগে
পাখিদের ওড়াউড়ি,
এই বাংলার নীল আকাশে
ওড়ে লাল সবুজ ঘুড়ি।


.
এই বাংলার নদীর ঢেউয়ে
থেমে যায় মোদের দু'চোখ,
এই বাংলার কোমল বাতাস
ভরে যায় তৃপ্তিতে বুক।


.
এই বাংলার পাহাড় শ্রেণি
থাকে যে ঠায় দাঁড়িয়ে,
এই বাংলার সাগরের ঢেউ
কোথা যে যায় হারিয়ে।


.
এই বাংলার কৃষক মজুর
ঝরায় ঘাম দেশের তরে,
এই বাংলার দামাল ছেলে
দেশেরই জন্যে মরে।


.
এই বাংলার শোকে দুঃখে
কাঁদে ছত্রিশ কোটি চোখ,
এই বাংলার আনন্দেতে
হাসে যে সবারই মুখ।


.
এই বাংলার সব মহল্লায়
বাজে সুমধুর আজান,
এই বাংলার ফুলে ফুলে
ভরে যায় সবুজ বাগান।