গ্রামের বাড়ি কতো মধুর
গ্রামের বাড়ি খাসা,
ঘরের কোণে ভেন্টিলেটর
চড়ুই পাখির বাসা।
পাখপাখালির গানে গানে
গাছগাছালি ভরা,
গ্রামের বাড়ি জীবন্ত তাই
নগর বাড়ি মরা।
মাতাল হাওয়ায় যায় যে ওড়ে
এলেমেলো কেশ,
গ্রামের বাড়ি চির সবুজ
চির রঙিন বেশ।
গ্রামের বাড়ির তৃষ্ণা যে ভাই
মেটে না তাই কারো,
গ্রামের বাড়ি চলো সবাই
নগর বাড়ি ছাড়ো!