ওগো মৃদ স্রোতস্বীনি মাইন
তুমিই আমার কথা বলো
কোন এক বসন্ত দিনে
প্রিয়সী সঙ্গে নিয়ে
এসেছিলাম তব দর্শণে ৷
ডুবন্ত সূর্য্য রক্তিম রং হয়ে
কি যেন আবেগে- ধরণীকে
দিল যখন রাঙিয়ে
অনুরাগ নিয়ে  নিবির সে চুম্বনে ৷
তোমার স্রোতনীরে জাগায়ে
কি এক উৎসব থৈ থৈ উর্মি খেলা
যেন দর্পণে শোড়ষী-
হাসিল খিল খিল অনাবিল ৷
আমিত ফিরে এলাম ঘরে
প্রিয়সীর হাত ধরে
কিছু নগণ্য স্মৃতি তোমার অবায়বে রেখে-
পার হয়ে এক পাথার রূপ কথা ৷
সেই আদি কাল হতে সব কিছু আজও
যেমন বয়ে চলে-
নিরবে হয়তো কতজন বলে তোমাকে কত কথা
হয়তো আমার মত রেখেছে তোমাকে মনে
প্রিয়সীর হাত ধরে-চলে এসে ঘরে ৷