আমার জমিনে কিছু শুয়োর চরে
পৈতৃক ফসল তছনছ করে
ভিটে মাটি ভেঙ্গে দিতে
খু৺রে খায় রাত দিন ৷
অসহায় দৃষ্টি বোবা হয়ে গেছি
শ্যামলিমায় নিপাত বৃষ্টি
আমার আবাদি জমি
চরে খায় অনাবাদি সৃষ্টি ৷
সেই কিছু অভিশাপ কবেকার
সুযোগ পেয়ে নির্বিবাদে গড়ে তোলে
শুয়োর খামার
আমার পৈতৃক ফসলী জমিতে
উৎখাত চায় আমার ৷
কাটা ঘায়ে যেন দাদের মলম
প্রলেপ পরিপাটি
কি বলিব কার
তাইতে কষ্টে হাসি
জঠোর যন্ত্রনা মিটাতে
যদি পরিবেশিত হয়
কামনার চিতায় নারী ৷
আজকাল নাকি মোক্ষম ফল হয়
দৃষ্টিহীন চোখে ধূপের ধূয়া
যুগপাল্টার যুগে
নির্দ্ধিধায় সব মিথ্যাই চলে আগে
আর সব সত্য
মরে পুরে রূপ পেয়েছে ভূয়া ৷
মানুষেরা সবাই অসহায়
কি অভিশাপ
ফসলী জমিনে শুয়োর খামার ৷
খোলা জমিনে আকাশের নীচে
চলছে যে সব চলকথা চিত্র
মিথ্যা রাজনীতির দর্শণ
আর গুজব আদর্শ
তাই মানুষেরা অসহায় বিরম্বিত
মনে হয় দৃশ্যত
আমাদের ফলান সশ্যে
দখল তুলিয়া দিতে যেন
আজ অনাবাদি উদ্ধত ৷