তোমাকে দিলাম বিদায় এই ভরা সাজে
রাগ অনুরাগবিহীণ নিরব পরিবেশে
অধরে অধর আখিতে আখি পলক নাহি সরে
সোহাগ রজ্জু পারে না রাখিতে তোমাকে আমাকে ধরে ৷
নিজ হাতে কাটিলাম তোমাতে আমার অদৃশ্য বন্ধন
জানিনা তোমার বক্ষে উঠিবে কি আমার বিরহ ক্রন্দন
দুদিনের তরে আসিয়া দিয়াগেলে অনেক কথা
বিদায়ের পরে স্মরিয়া সে সব পাই কেন এত ব্যথা ৷
তোমার পরশ লভি যা কিছু আছে হেথায় হোথায়
বিরহে তারা বিলাপ তোলে তুমি গেলে কোথায় ?
নির্জনে পেয়ে একান্তে ওরা আমাকে বলে
পার কি তারে আনিতে ফিরায়ে ভালবাসার বলে !
জানিত কে অদূরে আজিকের এ বিচ্ছেদ লগণ
মুছে দিবে মোদের সেই শুভ মিলনের মধুক্ষণ
এত ভঙ্গুর এত নশ্বর কেন যে হয় প্রেমের বন্ধন
সুদৃঢ় হৃদয়ের ডোর ক্ষণিকের ভুল করে দেয় ছেদন ৷
বাতায়ণ পাশে ঝাউ-পল্ব আড়ে বে৺ধেছে বাসা
যুগ্ম বিহঙ্গ
এমনি কত সাজে আমাদের পেয়েছে ওরা সঙ্গ
আসছে সাজে সুধাবে না কি তুমি গেলে কোথায়
প্রীতির যুগল আসন যবে হেরিবে না হেথায় ৷
সন্ধা আধার সাধিল বাধ হেরিতে তব মূরতি
বাহু প্রসারি করি নাই রোধ তোমার গমন গতি
বিন্দু জল আসে নাই চোখে বলি নাই কোন কথা
এ ভরা সাজে তোমারে দিলাম বিদায় বক্ষে পুষি ব্যথা ৷