অলক্ষ্যে অশনি জাতিরে টানে পিছু
জাতির বর্বরতা-
শিশুর ভবিষ্যৎ দেয় ঢাকি
নিরক্ষে সে দুর্ভাগ্য-দিশাহীণ শিশু
মলিন বিমর্ষ আতঙ্কে-
বিষ্ফারিত কমল আখি ৷
ভয়ে মায়ের বক্ষ নিবির জড়ায়ে ধরে
বলে আর কতকাল পিছায়ে রাখবে
তোমাদের এই বর্বরতা ও বলে !
মাতা বলে না কথা-
ভয় তার পতি দেব
উষ্মা জাগিলে যাবে ধন প্রাণ সবই ৷
হে কমলমতি সব শিশু-
মাতারে দাও সেবিতে তার স্বামী-পাদ পদ্ম
তোমাদের কমল হাতেই কর
যত সব বর্বরতা ও অনাচারের মূলোৎপাট ৷
তোমরা নিজেরাই গড়-
নিজেদের সুন্দর সমৃদ্ধ ভবিষ্যৎ ৷