প্রতি নিয়তই ভীষণভাবে ভাঙ্গছে সূর্য
ভাঙ্গছে হৃদয়ে রক্ত-কণিকা
নিদারুণ-নিষ্ঠুরতায় প্রকৃতি ভাঙ্গছে-
সবুজে জমে থাকা শুভ্র শিশির কণা ৷
ক্ষমতার দম্ভ-অহমিকার স্পর্ধা
নিষ্ঠুরভাবে ভাঙ্গছে-
এ মানব সভ্যতার সুফল ৷
ভাঙ্গন আর ভাঙ্গন-
বিবেক-অনুভূতিতে যে ঝর-তোলে তার
বেগ বা আবেগ প্রকাশের ভাষা আমার খুবই দুর্বল-
তাই বলব আমার লেখা
কবিতা বা ছন্দায়িত কোন গাথা নয় ৷
ভাঙ্গনের নিষ্ঠুর ছন্দে কবিতা না হয়ে
আমার লেখা শুধু থাক না মাত্র -
অনুভূতির এলোমেলো বহিঃপ্রকাশের
উগ্রতা ভরা আকুতি হয়ে !