আমি প্রকৃতির আলাল বিধাতার দুলাল
হেসে খেলে তাই খিয়াল খুসি মত গাই
সুন্দরের মাঝে পেয়েছি ঠাই
যেথা খুসি সেথা যাই ৷
আমি জানি বিধাতার আশীর্বাণী
তুলিতে জানি সুরের ধ্বনি
হেসে খেলে তাই মিলনের গান গাই
দুখে আমি বিষাদের বীণা বাজাই ৷
প্রভু মোরে দিয়াছে অধিকার
কভু রহিব না আমি নির্বিকার
দেখিয়া আমাকে যে যা বলে বলুক
ধরণীর ধূলি একটু যদি উড়ে উড়ুক ৷
আমি খিয়ালি মনে জগৎ হাসাব
মিলনের সাগরে সবাইকে ভাসাব
আমি অসহায়ের ফরিয়াদ যুলুমের প্রতিরোধ
আমি চির সত্যের সাধক ৷
অন্যায়কে উড়ায়ে দিতে আমি ঘুর্ণিঝর
আমি দুর্ণিবার ৷
তৃষ্ণাতের কাছে আমি সুশীতল বারি
যালিমের বক্ষে আমি সুতীক্ষ্ণ তরবারি ৷
মর্ত্তের ধূলায় নৃত্যে মাতি আমি
মানব মিলনের আসন রাখিয়াছি পাতি
দিতে চাই পড়ায়ে বন্ধুত্বের বন্ধন
শুনিতে চাইনে আর মানবের ক্রন্দন ৷
ধরণীর বুকে গড়িতে মর্ত্তের স্বর্গ
বিধাতার পায়ে দিতে মিলনের অর্ঘ্য ৷
ন্যায়ের চিৎকারে ফাটাব গগণ
একতার বন্ধনে ব৺াধিতে-
বিশ্বের নিপিড়িত জনগন ৷
আমি প্রকৃতির আলাল বিধাতার দুলাল
প্রভু মোরে দিয়াছে অধিকার
আমি কভু রহিব না নির্বিকার ৷