জানি না ছিলাম কোথায় কোন দূর দেশে
কবে করেছিলাম যাত্রা শুরু মুসাফির বেশে
কে ছিল মোর সে যাত্রার সাথি কোন পথে
আরোহি সুপ্তি মায়া সোনার রথে ৷
ভাঙ্গে নাই ঘুম কেন রথের দোলায়
যতক্ষণ না না পৌছিলাম মর্ত্যের ধূলায় ৷
বিস্ময় জাগতিক মর্ত্য-মাটির বিশ্বালোক
ডাকিয়া বলে খোল আখি দেখ ভূ-লোক
অজানা কোন এক যাত্রা পথের মাঝে
কি মনরম এক বিশ্রামাগার ক্লান্তি নাশা ৷
চেয়ে দেখ-
রয়েছে হেথা সোনা-মণি বিপণি বিতান
জলশা নিশি-নটিনীর নাচ গান
মুদিরা আবেশ ভরা রঙ্গিন সরাব পিয়ে লও
এ মুসাফিরখানা বড়ই সরব ৷
কার্পন্য কেন পুরাও যত বাসনা মনে
পর যাত্রায় কি হবে সঞ্চিত ধনে ৷
তব রথসনে বাধা দূরন্ত অশ্ব
শীঘ্রই হবে আবার যাত্রা শুরু
ত্যাজিতে হবে শীঘ্র বিশ্রামাগার এ বিশ্ব ৷
আবার দিবে ঘুম যাদুতে দু আখি পাতায়
কেউ জানে না এ যাত্রা চলে কোথায় ৷