বিপন্ন
দিবালোক বিপন্ন
বিপন্ন তারকা জ্যোতি
ভালবাসার গর্ব হলো খর্বিত
শিশির সিক্ত শ্যামল প্রান্তে ৷
কুটিল ভ্রুক্ষেপ নিরালোকে
রজনীর বক্ষ চিরে উত্তাপ দিতে
ক্ষয়িষ্ণু শশীর উৎকিরণ
লগ্নি পূজির বাড়তি সুদ ৷
যেমন স্বাধীনতা বিপন্ন
সভ্যতার মহাজনি লগ্নিতে,
মানবতা হলো গুদামজাত-
জরুরী অবস্থার ডিলারী পণ্য
যা কালবাজির হাতে
চরা মূল্যে হয় বিতরণ
নিয়মের নির্ধারিত পরিমাণ ৷
স্বাধীকার স্বাধীনতা-
এ সভ্যতার স্পর্শ পেয়ে
হয়েছে প্রত্নতত্বের দুষ্প্রাপ্য নজির ৷
আমার বলার স্বাধীনতা নাই
স্বাধীনতাই কেমন করে যেন
আমাকে বলতে বাধ্য করায় ৷
আসলে আমরা সবাই বিপন্ন
সভ্যতার জবর দখলে দখলিকৃত ৷