সব কিছুইতো তেমনি আছে
যেমনি ছিল সেই কালে
লাল শাপলা আর কলমিলতা
             আজও আছে ঐ
ভরাট দীঘির জমাট জলে ৷
আজও নাচে ওদের পাশে
পঙ্গ আর প্রজাপতি আদর মেখে
কিন্তু কখন যেন কেমন করে
আদর প্রিয় আমার কাছে
       ওরা হলো অনাদুরে ৷
এ বাড়ী আর ও বাড়ীর পাশে
গ্রাম হতে গ্রামান্তরে
পথগুলিও সব তেমনি আছে
আজও পথিক সেই পথে যায় আসে ৷
জীবন জাগার উৎফুল্লতা
সবার প্রাণে নিত্যদিনে যেমন থাকে
আজও আছে যেমন ছিল যেমন রবে ৷
নিরব কেন শুধু একা আমি
কেন যে কি ভাবি,
আজ কি আমার
অতিত দিনের শেষ দিনটি !
গত জীবন গেছে কাটি
কোলাহলে মত্ত থাকি
দীর্ঘদিনের রিক্ততা আর নিয়ে ফাকি ৷
পর-জীবনের বাঁকি দিনের
আজকে আমার প্রথম দিন
হবে ভোর ডাকবে পাখী
পুরান রবি নতুন করে আনবে ভোর ৷
যেমন করে নিত্যদিনে
হতো ভোর রক্ত রাঙা ৷
হয়তো নিত্য-হবেই সে ভোর
কিন্তু আমি কি আর
পাব খুঁজে আমার মনে সপ্ত রঙে
পাতুলা সেই ভাবনা নীড়ে
বাঁধন ছাড়া স্বপ্ন ডিঙা ৷