কে আছিস তোরা আয় সবে ত্বরা
দেখ চেয়ে ধরা মধুরসে ভরা
গন্ধ সুবাস মাখা নীলিমা রংধণু রেখা
উদার মুক্ত ফাকা যায়না দূরে থাকা ৷
মাটির পৃথিবী মহার্ঘ্য স্বপ্ন সাধ স্বর্গ
পথ অতি দীর্ঘ, ধন্য মানব জন্ম
রসে ভরা মন ধনে ভরা জীবন
বিধাতা নয় কৃপণ, আমরা সবাই আপন ৷
প্রেম প্রিতির ধারা ভরে দেয় ধরা
মুক্ত স্বাধীন আমরা আপন আবেগে হাড়া
মুটি মুটি ভরি আবেগ সোহাগে ধরি
যত নিতে পারি, রয়েছে ধন কাড়িকাড়ি ৷
হৃদয়ে হৃদয় বাধ একে অপরের সাধ
পুরাতে সবার সাধ নাই কোন বাঁধ
বন্ধুসুলভ মহতি মিলনে নাই ক্ষতি
ভাগে যদি হয় রতি ওতেই পাবে তৃপ্তি ৷
মিলন রজ্জু পড়ি
ধূলাবালি নুড়ি
এসব দিয়ে গড়ি
মর্ত্ত-সুখ পুরী ৷
হিংসা বিদ্বেষ বিবাদ আনে শুধু অবস্বাদ
বিধাতা দেয় অভিসম্পাদ
ঘটে যত আপদ ৷
ঘুচাতে অপরের দুখ ত্যাজিলে আপন সুখ
পাইবে পূর্ণ সুখ হাসিতে ভরিবে মুখ ৷