মর্তদেবী ধুলির ধরা বসুধা
পুষ্পকমল হৃদয়ে রক্ষিত সুধা
জীব হতে জীবে দানিছ অহরহ
আপনার কাঙ্খে সব ভার আপনি বহ ৷
আবরি ঘোমটা তব নীল শাড়ী আসমান
দোলে পূর্ণ শশী-
বদন সকাসে ললাট টিকা সম,
কপালে পড়েছ লালটিপ রক্ত ঊষা
তারারা সখী তব-
গগনে চোখ টিপে করে তামাশা ৷
হে মাটির পৃথিবী বলত শুনি
কোন মাতার উদরে জন্মেছ তুমি
কবে হয়েছ ষোড়শীনি !
রাখিতে কার সাথে রাখি
কপালে দিলা সূর্য-শশীর টিপ মাখি ৷
সাজাতে তব নিটল সুন্দর তণু
মুকুর সাজায় সাত রঙা ঐ রংধণু
সবুজ শ্যামল সুন্দর সামিয়ানা
তব অঞ্জণ ঢাকিতে শ্বেত মেঘ উর্ণা
চপলা ছুটে চলে বয়ে বরণ বারতা ৷
কত দিন চলিবে তব এ সয়ম্বর যাত্রা
কোন সে রাজপুত বলনা তার কথা
বল কোন সে দেবতা !
হে মর্তদেবী বল আর কত কাল  
ত্যাজিবে তার লাগি তব সুখ নিদ্রা ৷