বিচিত্র সব বর্ণছটায়
লগ্ন এলো ঘটা করে
লগ্ন এলো সরবে
লগ্ন এলো সন্ধি ক্ষণের ৷
লগ্ন এলো নতুন বরণ উৎসব হয়ে
বিচিত্র এই বিশ্ব ভূমে
নিরোৎসবের রুক্ষ প্রান্তে
অনেক যখন কাঁদে ক্ষুধায়
   অনেক তখন মত্ত
নতুন বরণ ভোগবিলাসে,
লগ্ন এলো বিলাসির ৷
অশ্রু ঝরা বুবুক্ষ বক্ষে
দুঃখ কষ্টের জীর্ণ ধরায়
মরণ করুণ ব্যথা ভরায়
অসহায়ের দৃষ্টি পটে
লগ্ন বরণ রঙ্গীন বাজী
ফুটল কত রং ঝরায়ে ৷
মানবতার দাতার ঘরে
সুখ উল্লাসের হই-হুল্লোরে
সব জেনেও সবাই সব ভুলে
মাতালো ধরা ব্যয়বহুলের
নির্থক এই রং মাখানো
নতুন বরণ হই-হুল্লোরে ৷