আমি নৃত্যের নুপুর বাজি ঝুম ঝুম
শ্রুতির সুরসুধা আনি ঘুম ঘুম
সেতার গীটার আমি তবলা কাঁশি
প্রেম প্রীতির লহরী ভরা মোহন বাঁশী ৷
আমি তটিনী তটে উতালা উর্মি ছন্দ
কুসুম কমলে রক্ষিত সুবাস-গন্ধ,
বেলোয়ারী কিনকিন আলতা আবির
নব বধুর জরিণ উর্ণা ঘুমটা নিবির ৷
আমি আকাশ কোনে ঈন্দ্র ধণু
       প্রজাপতির পাখনা
নিশিত গগণে মেঘে ঢাকা পূর্ণ চাঁদখানা,
বহি বিরহের ব্যথা-মিলনের মধুগীতি
সুখে ভরা সিঁদুর মাখা পরিপাটি সিথি ৷
আমি বন অরণ্যে অজানা অরক্ষিত ফুল
অনুড়া পল্লীবালার খেয়ালি কর্ণদুল
সৌমে ভরা অতি সুন্দর কদার্যে মলিন
আধার আলো বুঝি না জানি না ইতর কুলিন ৷