হা হা হা পায় যে হাসি
   কে বলে আমি জর
সব বাধাকেই পায়ে নাশি
পার যদি মোরে ধর ৷
আমি মুক্ত আকাশে জল কণা
    পাষাণ পিঠে নীর
মানে নাকো কোন বাঁধা
    রয়না কভু স্থির ৷
হা হা হা পায় যে হাসি
   আমি না কি ধীর
যার চরণাঘাতে পড়ে ধ্বসে
   উচ্চ পাহাড় শীর ৷
যার চলার তালে যায় যে নুয়ে
    বন-অরণ্য ঘন বিটপির
জোয়ার জলে দেয় যে ধুয়ে
  ঢেউ-এ মাতায় সাগর নীর ৷
হা হা হা পায় যে হাসি
    আমি না কি নির্বাক
মেঘ বায়ুতে ত্বরিৎ রাশি
   বুঝায় না কি স্ববাক ৷
যেমনি সাধ বল মোরে
  সব তোমাদের ভুল
ঘুড়বে গোলক যেমনি ঘোড়ে
ঘুড়ুক আমি রইব চির স্বচল ৷