হে মুক্ত স্বাধীন মহা মহীম
করুণা তব নাহি ফুড়ায়
দীন জনে দান কৃপা
তুমি দয়াতে অসীম
তোমার দানে রিক্ত ধরা পূর্ণ হয় ৷
এ ধরণীর সুধা গন্ধ
বুঝায় তোমার মহাত্ম
রাখতে সবার চির আনন্দ
দাও নাই তুমি দাসত্ব ৷
ধনে তুমি মহা ধন্য
নাই যে তোমার কৃপণতা
সব কিছুতেই তব বদান্য
বুঝায় তোমার বিশালতা ৷
আকাশ বায়ুর গভীরতা
মেঘ ঢাকা ঐ পাহাড় শীর
বন্ধ্যা মাটির সিক্ততা
বুঝায় সদা তোমার আশীষ ৷
তুমি বায়ু দিয়ে দান প্রাণ
সুপ্তি দিয়ে ঢাক
সব কিছুই যে তোমার দান
সুধায় ভরে রাখ ৷