আমার উবজন্মে
মায়ের বড় চিন্তা
বাবাকে বলে না প্রকাশ্যে
ঢাকিতে উদরের ব্যর্থতা ৷
ব্যর্থতা গোপনে মার বড় ভাব
প্রসূতি ঘরের সেবিকার সাথে,
নিয়ম ভাঙ্গা যার স্বভাব
সে উব-জন্ম নিয়মের খাঁচে ৷
সেবিকা ও জ্যামিতজ্ঞের মতে
আমি ও বিন্দু উব জন্মা,
দক্ষ নিয়ম-সেবিকা নিজ হাতে
মর্দন করে তেল লাগায় সুর্মা ৷
আমরা (বিন্দু) আছি তবু নাই
অস্তিত্বের কথা নয়
দখলে কোন স্থান নাই
শুধু পরিমাপে প্রয়োজন হয় ৷
বিন্দুতে ধরি কাটা কম্পাস
দাঁড়িতে কমাতে ধরি সাহিত্য
এ সেবিকা নিয়মের ইতিহাস
নিয়মের সীমানা কি আসলেই সত্য ?
অনিয়মের প্রসূতি নিয়ম
বিবেক বিচারে অজ্ঞ
বইছে ভাড় সেবিকা সম
বিন্দু মাপের জ্যামিতজ্ঞ ৷
সেবিকা পায় নিয়ম
পূর্ব জন্মের কাছে
হত যদি পূর্বে উবজন্ম
উব নিয়ম হত কি অনিয়মের কাছে ?