আমি তরুণ তরিৎ ত্বরা
শীরে শীরে মোর
বহে উষ্ণ রক্ত ধারা
আমি তীক্ষ্ণ তীর লক্ষ্যভেদা ৷
ঝঞ্জা বেগে বহাই বায়ু
উর্মি তুলি সাগর জলে
তপ্ত দিনে শীতল হাওয়া
তৃষ্ণায় ভরা ঠান্ডা জল ৷
মেঘ মলায়ের বন্ধু আমি
দূর আকাশে উল্কা পাত
তপ্ত ভূমি সুধা রসে করি আমি সিক্ত
সব বন্ধ্যাতই করি আমি উৎখাত ৷
সব কঠিনই ভেঙ্গে যায়
যদি হানি মুষ্ঠিঘাত
জরা মরা আমারে করে ভয়
পিছু কথায় নাই যে আমার কর্ণপাত ৷
আমি ঘুমিয়ে থাকা অগ্নিগিরি
লুকিয়ে থাকা ভূ কম্পন
যুগের পথে সদা ফিরি
ঘটাই নতুনের আন্দোলন ৷
রক্ত রবির অগ্নি শিখায় রইবে লেখা
যুগের পথে দানতে শিখা
তারুণ্যে যাদের পূর্ণ মন
কালের পথে তরুণ তারা
তারা ভোর গগণে রক্ত অরুণ ৷