আজ রাতে সবচেয়ে বিষণ্ন পঙক্তিমালা লিখব,
নক্ষত্রবিথী কাঁপছে,
তারার আলোর রং নীল্,
জোনাকিদের আজ ছুটি,
ভীষণ কালো আধাঁরের চাদরে ঢাকা এই রাত,
অস্বাভাবিক শুন্যতা যেন ঘিরে আছে,
এক টুকরো আলোর খুব অভাব।


রাত জাগা পাখিদের ডাকে যেন করুণ সুর,
পাতা নড়ার শব্দে যেন উপহাস,
"তুই কাপুরুষ্, তুই কাপুরুষ্"


ছুরির ফলার মতই যেন তীর বিঁধায় কিছু
বেজন্মা শব্দের আলোড়ন,
অনেক চেষ্টায় আটকে রাখা শেষ অশ্রু ফোটা,
আর খানিক বাদেই তার বিসর্জন।