এই অশ্বথ গাছের কাছে ঋণী,
বহুদিন এই গাছ ;
একলা আমারে ছায়া বিলিয়েছে ,
এই রাস্তার কাছে ঋণী ,
সহস্র বছরের কষ্ট ,
ঢেলে দিয়ে আমি হেঁটে গিয়েছি ,
পিছু ফেরার কথা থাকলেও পিছু ফিরিনি ,
আর আমি এবং
আমার কবিতারা ,
অনুভূতিরা ,
আমার হাসি-কান্না ,
আমার কষ্টেরা ,
আমার অনিদ্রা ,
আমার জেগে থাকার কষ্ট ,
চোখ বুজার কষ্ট,
অলিখিত কবিতার কষ্ট,
বেঁচে থাকার কষ্ট তোমার কাছে ঋনী,


আর এই কষ্টের একদিন মৃত্যু হবে,
আর অনেক দিন পরে তুমি জানবে,