নীল জল ছুঁয়ে এসে বহুদূর পথের পরে
একখানি ধূ্সর স্বপ্নের হারানো রঙ,
ক্লান্ত মনের স্বপ্নের মত কোন এক ঝড়ে
দিশেহারা নাবিকের মত ব্যকুল  এবং
ক্ষনিকের প্রহসন খুঁজে পায় ব্যথার নীল,
দূর থেকে তাকিয়ে দেখা একলা পাখির ঝিল।


জানালার ফাঁকে আসা একফালি সূর্যালোক
অথবা ভোরের শিশির পড়ার শব্দ,
অভিমান জমানো কোন হৃদয় ফলক
নিশ্চুপ কেঁদে কাটায় কত শত অব্দ।
আহত যে শালিক একা বসে অশোকের ডালে
কিই বা তার অবদান এই নিরন্তর মহাকালে?