বৈশাখে তুমি তুলেছ ঝড়
মসিতে রাঙিয়ে কালি,
সকলের কাছে পূজিত তুমি
আমি বিশ্বকবির কথা বলি।
নব রবি কিরণে হয় যে প্রভাত
কাব্যের মালা গেঁথে,
অবিস্মরণীয় সৃষ্টি গীতি কাব্যে
মন ভরে যায় প্রভাতে।
বাংলা সাহিত্যে তুমি এক জীবন্ত
চির উজ্জ্বল রবি,
গীতাঞ্জলিতে এনেছো নোবেল সম্মান
তুমি চির বিশ্বকবি।
আজ সার্ধশতবর্ষ পরেও
তোমায় প্রণাম করি,
নিন্দুকেরা যে যাই বলুক সহজ পাঠে
তোমার কবিতায় পড়ি।
আজও বঙ্গবাসী তোমার সুরেই
গায় জাতীয় সঙ্গীত,
নব প্রজন্ম ভুলতে বসেছে বাংলা ভাষায়
তোমার লেখা গীত।
আর একবার এসো ফিরে কবি
করো আমাদের মুক্ত,
দলাদলি ধর্ম বিদ্বেষ ভুলিয়ে
দুই দেশকে করো যুক্ত।
২৫শে বৈশাখে শুভ জন্মদিনে
কবিকে শতকোটি প্রণমি,
তোমায় বাঁধব কলমের জোরে
সে স্পর্ধা করিনাকো আমি।।