আজ শ্রাবণে ভরল এ মন
           বিশ্ব রবির ডাকে,
আকাশ বাতাস ধ্বনিলরে
           শুকনো পাতার ফাঁকে।
ভুবন ভরে নয়ন নীরে
           শুভ্র রঙের ফুলে,
ঝাঁকে ঝাঁকে ঝোলে অলি
           কৃষ্ণচূড়ার ডালে।
এই রবিটা রোজ সকালে
           কাব্য গানে হৃদয় টানে,
জন্ম-মৃত্যুর কূল কিনারে
           ছাপ রাখে সবার মনে।
রবির আলো পথ দেখালো
           মনযে গেল ভরে,
প্রণাম তোমায় রবি ঠাকুর
          থাকো সকলের অন্তরে।।