সেই পাতা ঝরা কৃষ্ণচূড়া গাছের তলে
পুরনো স্মৃতির মঞ্জুরীত মুকুলের দলে,
রূপসী পোশাকে উষ্ণ বাঁকা রাঙা পথে
হয়তো আবার হবে দেখা তোমার সাথে।


ভুলতে কি তুমি পার সেই পুরনো স্মৃতি?
থাকবে না কি মনে ধূসর ধুলোর অনুভূতি?
আমি যে ছিলাম তোমার অচেনা মনের দুর্ঘটনা,
হয়তো আবার হবে দেখা, ঘটবে ঘটনা।


তোমার হৃদয়ে লিখে রাখা চিঠির স্বাক্ষরকারী;
তোমার বুকে জমে থাকা অজানা কথার বর্ণনাকারী,
আমি যে তোমার প্রেমের ভিন্ন স্বাদের মনহারি,
হয়তো আবার হবে দেখা আমি যে বিবাগী পথচারী।


রাজপথে বৃক্ষ তলে রক্তাক্ত হয়েছে হৃদয় তোমার ভুলে,
তোমার দংশিত ভালোবাসায় বুকের ভেতর আগুন জ্বলে,
অচিন গাঁয়ের খালের ধারে তপ্ত রোদে আকাশ নীলে
হয়তো আবার হবে দেখা তোমার আমার পথটি ভুলে।।