একা একা তুমি ছাড়া
হয় আমার মন মরা,
রাতের আঁধারে খুঁজে চলা
আপন মনে কিছু বলা,
ফেলে আসা জীবনের ছন্দ
মুছে ফেলে মনের দ্বন্দ্ব।
তখন শুধু আলো জ্বেলে
ছেঁড়া কাব্যের খাতা খুলে,
স্মৃতি গুলো টেনে এনে
রঙবে রঙের তুলির টানে,
মাঝ রাতে ঘুম ফেলে
হাজার শব্দের খোঁজ মেলে।
তখন শুধু স্বপ্ন এসে
অশ্রু ধারায় মন ভাসে।।