শ্বেত শুভ্র কাশের বনে যখন লাগে দোলা,
একা বসে খালের ধারে ভাবি বিকেলবেলা।
দেখি আকাশের নীল নীলিমায় ভেসে চলা-
টুকরো টুকরো পেঁজা সাদা মেঘের ভেলা।
এসেছে শরৎ ফুটেছে শিউলি বেলি মেলা,
মেঘের ফাঁকে রোদের চমক মধুকরের খেলা।
সন্ধ্যাতারা নয়নতারা শরৎ কালে শিউলি তলা,
কুঞ্জবনে কুহু ডাকে ভ্রমর ঘোরে দুই বেলা।
গাঁয়ের বাঁকে নিধিতে ফোটে রঙিন শাপলা,
মত্ত দাদুরী বর্ষার শেষে টলমল করে জলা।
এখনো দেখি দূর গগনে হঠাৎ মেঘের সারি ,
রংধনু রঙ গায়ে মেখে বৃষ্টি আসে সৃষ্টি ছাড়ি।
এখন শুধু ভোর বেলায় শান্ত হিমেল হাওয়ায়,
ঝরে পড়া শিউলি ফুলের গন্ধে মন ভরায় ।
খুব প্রভাতে শিশির ভেজা সবুজ ঘাসের আগায়,
ছেলে মেয়ের মনে শীতল প্রেমের স্পর্শ জাগায় ।
আকাশে বাতাসে ভাসতে থাকে আগমনির গান,
শুনতে পাই সেই চিরপরিচিত মহালয়ার তান।
প্রতি বছর এমন ভাবেই প্রকৃতি দ্বারে কড়া নাড়ে,
কুয়াশার আবেশ গায়ে মেখে মোদের মন হরণ করে।
ঐ শোনা যায় দূর গগনে ঢাকের কাঠি উঠল বেজে,
মনের ভুলে খোলা চুলে মা আসছে নতুন সাজে।।