প্রকৃতি যেন আপন সুরে
গায় ফাগুনের গান,
শোনা যায় বসন্তের আগমনে
কোকিলের কুহু তান।
    আমার কাছে বসন্ত মানে
    সেই তপ্ত চৈত্রমাস,
    লাল শিমুল পলাশের বনে
    এলোমেলো দক্ষিণা বাতাস।
হৃদয় জুড়ে শুধু তুমি
একটু প্রেমের স্পন্দন,
কৃষ্ণচূড়ার তলে উদাস মনে
সেই প্রথম চুম্বন।
    আবির রাঙা মেঠো পথে
    তোমায় খুঁজে চলা,
    আম্রপলির ডালে মঞ্জুরিত মুকুলে
    অলিদের ছুটে চলা।
রঙীন জলে ভেজা শরীরে
ফোটে চাঁদের জ্যোৎস্না,
রামধনু রঙে রাঙানো মন
বাসন্তিক স্মৃতির কল্পনা।
    বসন্তের এই হোলির দিনে
    মনে দুরন্ত অস্থিরতা,
    ব্যাকুল প্রাণে আলোড়িত হৃদয়
    এ কেমন যেন নিঃসঙ্গতা।।