প্রজাপতি বলে সুন্দর তম
রঙিন সুবাসিত ফুল,
ফুল বলে দেখ ভাই
এটা তোমার ভুল।
সুন্দর যদি বলো তবে
সুন্দর হলো চাঁদ,
চাঁদ কহে আমি কলঙ্কিত
দেখছো না মোর খাদ।
নীল আকাশ হলো সুন্দর
দেখো কত বিস্তৃত,
আকাশ বলে মোটেই না
সুন্দর হলো সমুদ্র।
সমুদ্র বলে না না সুন্দর তো
ফেনিল জলরাশির ঢেউ,
দেখছো না কেমন তরঙ্গ ওঠে
এমন আছে কেউ?
বাতাস বলে ওরে শোন
যদি না থাকতাম আমি,
সুন্দর কি করে হতিস তুই
সেটা ভালোকরেই জানি।
সুন্দর তো হলো ঝরে পড়া
শুভ্র ঝরনা ধারা,
পাহাড় থেকে নেমে আসা
জল বিন্দু ঝরা।
ঝরনা বলে সুন্দর হলো প্রকৃতি
যে সৃষ্টি করেছে মানব,
মানবই হলো শ্রেষ্ঠ সুন্দর
মনের কাছে সরব।
কবি বলে মানবের মাঝে
সুন্দর হলো নারী,
যে নারী রূপের সৌন্দর্যে
মন কে করে চুরি।
আমি বলি প্রকৃত সুন্দর
আমার কাছে তুমি,
তোমার ললাটের রক্ত টিপ
যেন ভুবন মোহিনী।।