একটা কালো মেয়ের মনের কষ্ট কেউ কি বোঝে?
হোক না সে কালো তবুও তো সে মেয়ে-
তারও মন আছে, তারও চাওয়ার আছে,
তারও পাওয়ার আছে, আশা আকাঙ্ক্ষা আছে,
তারও মনে জৈবিক ইচ্ছা আছে,
তারও আর পাঁচটা মেয়ের মতো শারীরিক সব আছে।
হয়তো প্রকৃতির নিয়মে সে একটু কালো,
তার মা একথা তাকে বারবার বলেছে,
তাই শৈশব থেকে একথা শুনে শুনে হয়েছে অভ্যস্ত।
এখন সে এটাকে নিজের মতো করে মেনে নিয়েছে,
কেউ বললে এখন তার আর মন খারাপ হয় না।
সত্যিই তো সে অন্য মেয়েদের থেকে রঙে কালো।
জ্ঞান চক্ষু যখন হয়েছে আয়নার সামনে দাঁড়িয়ে,
নিজেকে ভালো করে নিরীক্ষণ করে দেখেছে,
কিন্তু বোঝেনি সেদিন ফর্সা কালোর বিভেদ।
মা কে সাজতে দেখে আয়নার সামনে দাঁড়িয়ে
সেও কতই না সেজেছে, স্নেট, শ্নো, পাউডার,
লিপস্টিক আর রঙ বেরঙের ক্লিপ, তবুও যেন মন ভরে না
মা কে ডেকে জিজ্ঞাসা করে; মা তুমি এতো কেন সাজো?
মা বলে সাজ তো মেয়েদের অঙ্গের  শোভা।
তখন মেয়ে বলে, মা; আমি তোমার মতো হবো,
মা চোখের জলে তাকে জড়িয়ে কপালে চুম্বন দিয়ে বলে
এই তো তোকে খুব সুন্দর লাগছে, মিষ্টি মেয়ে আমার,
মা তো তাকে বুকে জড়িয়ে নিয়ে কতই ভালোবেসেছে।
তবে কেন সেই ভালোবাসার রূপ অন্যের কাছে ভিন্ন হয়?
যখন সে কৈশোর থেকে যৌবনে উপনীত হলো -
জৈবিক কারণে তারও মনে ভালোবাসার রঙ এল,
মন তারও চাইল কাউকে একান্ত ভাবে নিজের করে পেতে,
যাকে সব কিছুর অংশীদার করতে পারবে এবং ভবিষ্যতে
তাকে নিয়ে স্বপ্ন দেখে অনেক দূর পথ চলতে পারবে।
কিন্তু বাধ সাধল সেই তার গায়ের রঙ; কালো!
কাউকে ভালোবাসতে গিয়ে বারবার শুধু প্রত্যাখ্যান-ই পেয়েছে,
অবশেষে হৃদয়ের ভিতরটা চৌচির, বিদীর্ণ ক্ষতবিক্ষত হয়েছে।
ভালোবাসার অর্থই তার কাছে বদলে গেছে।
তার যন্ত্রণায় স্বয়ং ঈশ্বর ও বুঝি লজ্জা পাই।
চাঁদের গায়েও তো কত কলঙ্ক, তবু সে সবার চোখে শান্ত সুন্দর,
একজন মেয়ে কালো বলে কেন এতো ঘৃণার পাত্রী হয়?
আমরা সভ্য হলেও আদতে অসভ্য চরিত্র হীন মানুষ -
ভালোবাসা কে চক্ষু ভক্ষণের নেশায় পরিণত করেছি।
তাই তো প্রথমে আমরা টুকরো সুখের আহরণ খুঁজি,
আমরা যে সুন্দর অবয়ব এর হ্যাংলা কাঙাল,
নরম সুন্দর লোভনীয় শরীর টাকে নিঃশব্দে অনুভব করি।
কিন্তু ভালোবাসা যদি মনের অনুভূতি হয় -
তবে কেন আমরা রঙ রূপ সুন্দর গঠন খুঁজি?
কে দেবে এই প্রশ্নের সদুত্তর?
আমরা সবাই তো সুষ্ঠ সমাজের বিবেক বুদ্ধি যুক্ত মানুষ।
হয়তো আমাদের সকলেরই এর উত্তর জানা,
তবুও উপযুক্ত সময়ে আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলি।
হে নারী আমার লিখিত কলমের কালি ও কালো,
তাই দিয়ে লিখবো তোমার সুন্দর মনের গুনের কথা।
আমার দেবী; মা কালী, সেও কালো,
স্বয়ং ভোলা নাথ ও তার কালো রূপে মুগ্ধ।
তাই কালো বলে দুঃখ পেওনা;  তুমি যে জগৎ এর নারী।।