রঙিন পোষাকে খ্যাত
        গ্রামীন লোক শিল্পী,
পুরুষ - মহিলা নির্বিশেষে
        তুমি সাজো বহুরূপী।
হরেক রকম সাজ পোশাকে
        বিভিন্ন রঙিন বেশে,
ছেলে বুড়ো সবারই -
        মনোরঞ্জন করো এসে,
অদ্ভুত সব রূপে
        ঘুরে ফের মানুষের দ্বারে।
"সং" নামেও শুনেছি
        তোমায় ডাকতে জনতারে।
হেসে খেলে নাচে গানে
        ভরিয়ে রাখো সবারে,
শরৎ বাবুর  ছিনাত বহুরূপী
        সবাই চেনে বিশ্ব দরবারে।
এখন আর দেখিনা
        এই বিচিত্র মানব সমাজে,
ইদানীং কিছু মানুষ
         প্রকাশ্যে রূপ বদলায় যে।
এই নব্য বহুরূপীদের জানতে
         প্রথমে হবে তাদের চিনতে,
এরা পরিচিত আমাদের অতীব কাছের
         ঘাতক দলের রাজনীতিতে।
অতীতের বহুরূপী যারা
         একবার দিনে রূপ ধরত তারা,  
এখন ঘন্টায় ঘন্টায় রূপ বদলায়
         এটাই নাকি এদের পরম্পরা।।