আর যেখানেই যাও না রে ভাই
ভিন রাজ্যের পাড়,
ব্যাঙ্গালোর মনিপাল হসপিটালে
যেও না খবরদার।
আমার দাদার অকাল মৃত্যু
তারাই যে সব দায়ী,
ডাক্তার গুলো ধরে রুগী
পন্থা যে ব্যবসায়ী।
মন্ত্রের মতো মুখস্থ ওষুধ
নেই তাদের বাহাদুরী,
তুমিও পারো আমি পারি
নেই প্রয়োগে কারিকুরি।
ডিগ্রী গুলো জাল বোধহয়
পয়সা দিয়ে কেনা,
ভিন রাজ্যে সব পাওয়া যায়
চলছে লেনাদেনা।
হয়তো কেউ হচ্ছে ভালো
লাগলে ওষুধ টক্কা,
নইলে তোমার প্রাণ টি যাবে
পকেট করে ফক্কা।
কাব্য খানি ছোট্ট আমার
আছে গুরুত্ব ভীষণ,
প্রানের থেকে বড় কিছু নয়
অনুভব করি এখন।।