আমার মনের কোণে থাকে স্বপ্ন যত,
ছেলেবেলার রঙ পেন্সিল এর মতো।
সবকটা রঙ নিয়ে ঘষেই চলেছি,
হৃদয়ের রঙ টাও মিশিয়ে দিয়েছি।
জন্ম থেকে মৃত্যু অবদি করব রঙ,
মনের অজান্তে ইতিউতি লাগে রঙ।
জগৎ টা মোর এক চিলতে আকাশ,
কখনো বুকে নামে ভারী বৃষ্টি বাতাস ।

তাই রঙ গুলো হয়ে যায় এলোমেলো,
বন্ধ নয়নে ঝরে রঙিন ফোঁটা গুলো।
বৃষ্টির পরে আকাশ খালি হয়ে যায়,
সূর্যের কিরণে রংধনু দেখা যায়।
জীবনে মিশ্রিত রঙ কি আলাদা হয়?
স্বপ্ন ভাঙলে রঙ সাদাকালো দেখায়।।