কিছু কিছু মানুষ ব্যক্তিগত জীবনে হঠাৎই আসে
আবার হঠাৎই কালের অমোঘে হারিয়ে যায়,
শুধু রেখে যায় কিছু অনাবিল অজানা স্মৃতি
যে স্মৃতিগুলো আর কোনো দিনও ভোলা যায় না।
বয়ে যাওয়া জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে
তাদেরও নিরুপায় ভাবে বয়ে নিয়ে চলতে হয়।
এই চলার পথে হয়তো আবার কেউ কেউ ফেরে
নয়তো আর কোনো দিনও দেখা হয় না শেষ অবধি,
কিন্তু তাদের উপস্থিতি অনুভূত হয় সর্বক্ষণ হৃদয়ের প্রকোষ্ঠে
একদিনও তাদের কথা না ভেবে থাকা দূরহ ব্যাপার।
সমুদ্র কে যেমন ঢেউ ছাড়া কল্পনা করা যায় না,
হৃৎস্পন্দন ছাড়া মানুষের জীবনের অস্তিত্ব থাকে না
ঠিকানা ছাড়া যেমন কোনো চিঠির অর্থ হয় না।
সেই সব মানুষ ছাড়া জীবনেরও কোনো মূল্য হয় না।।