(দুই বন্ধুর কথোপকথন)
রিঙ্কু -
        প্রতিদিনের পাতা উল্টে
             একটু করে দেখো,,,
        ওর.... জন্যে না হয় তুমি
               অপেক্ষাতে থেকো।।
সুদীপ -
         অপেক্ষায় তো করছি আমি
               আর  করব কত?
        যে যাবার জন্যে গেছে চলে
                আর ফিরবে না তো।
রিঙ্কু -
        ফিরতে ও তো পারে কোনো দিন
                হঠাৎ করে সে,,
        তখন দেখবে একপশলা
                বৃষ্টি নেবেছে.....
        ডাকবে তোমায় দুহাত বাড়িয়ে
                বলবে কাছে এসো,,
        আবার তুমি আগের মতো
                আমায় ভালোবেসো।
সুদীপ -
        তেমন হলে তাকে আমি
                নেব বুকে জড়িয়ে,
         সবি যে মিছে কল্পনা
                বাস্তব গেছে হারিয়ে।
         বৃষ্টি ছেড়ে মেঘ সরিয়ে
                সূর্য উঠবে আবার,
         মনের ভিতর আশা নির্বাপিত
                ফিরবে না সে আর।