ভোরে ধোঁয়া ওঠা চায়ের কাপে
মুখ রেখে,
অগোছালো ভাবনার নীড়ে
শান্ত চোখে।
হিম শীতল শান্ত সমীরণে
একলা বাতায়নে,
বসে গরমী পোশাকে বারান্দার
একটি কোনে।
উদাস মনে চেয়ে থাকা রাজপথে
মানুষের পানে,
হেঁটে চলা পথিকের খবর
কেউ কি জানে?
ধোঁয়াশা কুয়াশায় ঢাকা নিঃশ্বাসে
হিম বায়ু বয়,
পৃথিবীতে বেঁচে থাকা যেন এক
নিষ্ঠুর অভিনয়।