টবের মাটিতে বন্দি শিকর যুক্ত
গুল্ম লতার মতো-
মানুষ তার জীবনের পুরোটা সময়
হয়তো করছে অতিবাহিত।
নিজেদের বিশ্বাসের কয়েকটা দেবতাকে বুকে
ব্যাকুল দ্বীপে আঁকড়ে রেখেছে,
হয়তো ভালোবেসে নয়তো ভয়ে আদিকাল থেকে
ভক্তি করে চলেছে।
এই ভাব ভক্তি সব নস্যাৎ হয়ে যায়
মন কিছুই মানতে নারাজ,
সব আশা ধূলিসাৎ হয়ে শূন্য হৃদয়ে
নেবে আসে অন্ধকার সাজ।
সেই বিধাতারই দিকে অবিশ্বাসের আঙুল তোলে
মানুষের অকস্মাৎ মৃত্যু,
নিদ্রাবাকলের চোখ খুলে পাথরের ভ্রূণ পুড়িয়ে
জেগে ওঠে আধ্যাত্মিক তত্ত্ব।
নিঃশব্দে মেনে নেওয়া অলৌকিক কাহিনী গুলো তে
বিরল সন্দেহ জাগে,
হয়তো চির সত্য জন্ম-মৃত্যু স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা
মানতে বাধ্য থাকে।
তাইতো মেনেনিতে না পারা মৃত্যুতে আমরা স্তম্ভিত
দিক বিদিক শূন্য হতবাক,
মহান কষ্টের ভিড়ে দাঁড়িয়ে চোখের জল শুকিয়ে
মনুষ্যজাতি হয় অসহায় নির্বাক।।