শিশির ভেজা ভোরে বাজে ঢাক,
চারিদিকে বিষন্নতা জড়িয়ে থাক।
কাশ ফুল দুলে মাথা নাড়ে,
উত্তরে হাওয়া বইছে জোরে।
মণ্ডপ গুলো ফাঁকা আজ,
নেই তো কারো রঙিন সাজ।
মা যে কাল গেছেন চলে,
আসছে বছর আসবে বলে।
পদ্ম পাতার টলমল জলে,
শিউলি ফুলের সুবাস মেলে।
উমা ধুয়ে মাটি হলো,
বেদীতে ফিরে কাঠামো এল।
সকাল থেকে দশমী সারা,
অশ্রু সিক্ত হল ধরা।।