ডাইরি-র প্রতিটি পাতায় লিখেছি
আমার কষ্টের কবিতা,
পাতাগুলো দুঃখে ভিজে গেছে
মলাটে জমেছে ব্যথা।
আজ পুরোনো ডাইরি-র পাতা উল্টে
অবাক বিস্ময়ে দেখি,
এক পলকের জীবন আমার
হয়েছে এলোমেলো একি।
ধুলো ধরা ডাইরি-র পাতার মতো
চেয়ে থাকে যে নয়ন,
ছায়াময় মনে সুনিবিড় বিস্ময়ে
স্মৃতিময় দ্বিতীয় জীবন।
আর চাইনা খুঁজতে অলস দিনের
গল্পের পুরনো পাতা,
পারলে নতুন করে ফিরে এসো
আমার কাব্যের স্বরচিতা।
ভাবছি বসে নতুন স্বপ্ননীল চোখে
লিখব ডাইরি-র পাতায়,
হারানো প্রেম শূন্য হৃদয় নিয়ে
বিষন্ন মন ভালোবাসায়।।