হেমন্তের কুয়াশাচ্ছন্ন ভোরে
অনুভূত হয় শীতের আগমন,
এরই সাথে উদ্ভাসিত হয়
দীপান্বিতায় আলোকিত ভুবন।
ভূত চতুর্দশীর রাত পার হয়ে
অমানিশাতে আজ কালীপুজো,
শহর জুড়ে বাজির শব্দে
প্রদীপ জ্বেলে সবাই সাজো।
শ্যামা মায়ের হাত ধরে
ঘরে ঘরে এলো দীপাবলি,
ফুলঝুরি আর তুবড়ির সাথে
হবে মা এর চরণে ছাগ বলি ।
চারিদিকে শুধু রঙবে রঙের
রঙিন আলোর ঝিকিমিকি,
এলোকেশী ত্রিনয়নী শ্যামা মায়ের
আরাধনায় জ্বলে মোমের বাতি।
আজ হাজার যন্ত্রণার হোক অবসান
দিব্যি করে বলো দেখি মাকালী,
তমসাবৃত মন হোক জাজ্বল্যমান
হৃদয়ে সুখের দীপ জ্বালি।
ভাই বোনেরা মেতেছে আনন্দে
হাউই আর ফানুস উড়িয়ে,
শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা
সকলকে ভালবাসা দিলাম ছড়িয়ে।।